জন্মভূমি ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম মামুনকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সিকদার বলেন, ওই ওয়ার্ডের দফাদার আব্দুর রহিম আমাকে জানিয়েছেন, ইউপি মেম্বার মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি শুনে পুলিশকে জানিয়েছি।
দফাদার আব্দুর রহিম বলেন, ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে বাড়িতে যাচ্ছিলেন ইউপি মেম্বার মামুন। এসময় ৫-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আব্দুর রহিম আরও বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।
বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বলেন, নিহত মামুন দুটি হত্যাসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত