এইচএম আখতারুজ্জামান, বরিশাল : ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বরিশাল নগরীসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় দিনভর ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে এবং গাছের চাপায় বেতাগীতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলে সারাদিন ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। দিনভর টানা বৃষ্টির কারনে শহরের গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সর্তকাবস্থায় রয়েছে। দূর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ স্থান সমুহে অবস্থান করছেন। নদী পথে চলাচলকারী সকল নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকাগামী লঞ্চ ছেড়ে যায়নি। জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বরগুনা জেলার বেতাগী উপজেলায় ছোট মোকামিয়া এলাকায় সকাল ১০ টায় চাম্বল গাছ চাপা পড়ে আশ্রাফ আলী (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আশ্রাফ আলী বেতাগী উপজেলার কিসমত করুনা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। খোজঁ নিয়ে জানাযায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই দিনমজুর বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাযায়, ঘূণিঝড় শেষ রাতে আঘাত হানতে পারে। এ দূর্যোগে সবচেয়ে সমস্যায় পড়েছেন হতদরিদ্র দিনমজুর। তারা বৃষ্টির কারনে গৃহবন্দি রয়েছে।
বরিশালে গাছ চাপা পড়ে দিনমজুর বৃদ্ধার মৃত্যু
Leave a comment