
এইচএম আখতারুজ্জামান (বাচ্চু), বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মামা ও ভাগ্নির শালিল সমাধি হয়েছে।
জানাযায়, হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে গত মঙ্গলবার দুপুরে মামা ও ভাগ্নি গোসল করতে গেলে পানির স্রোতে মামা ও ভাগ্নি হারিয়ে যায়। ঘটনা স্থল থেকে মামা আবদুল্লাহর (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে ভাগ্নি সাউদা আক্তারের (৬) সন্ধান এখন পাওয়া যায়নি। মামা আবদুল্লাহ বাউশিয়া গ্রামের মোক্তার বাঘার পুত্র এবং ভাগ্নি একই গ্রামের শামীম বয়াতীর কন্যা। তারা উভয় আপন মামা ও ভাগ্নি। হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আওলাদ হোসেন জানান, আবদুল্লাহর লাশ পাওয়া গেলেও সাউদার সন্ধান পাওয়া যানি। তবে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌছঁলে পুনঃরায় নিখোঁজ সাউদা আক্তারের সন্ধানে তল্লাসী করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত