এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় গত শুক্রবার সেনাবাহিনীর একটি দল অভিযানে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী নিত্যানন্দ রায় (৩৫) ও দিলীপ পান্ডেকে (৪০) গতশুক্রবার ভোরে আটক করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন। আটককৃতদের বাড়ি উপজেলার সাতলা গ্রামে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, অভিযানের পর এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত