এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া বাজার এলাকায় মোটর সাইকেল ধাক্কায় চালক ও পথচারী নিহত হয়েছে। এলাকাবাসীসূত্রে জানাযায়, গতশুক্রবার মধ্যরাতে দিকে বরিশাল থেকে মোটর সাইকেল যোগে মো. আল-আমিন তাহেনী (৩৮) ঝালকাঠি যাওয়ার পথে ষাইটপাকিয়া বাজার এলাকায় ক্রস করছিল। ওই সময় ঝালকাঠি সদর উপজেলার বারইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান রাস্তা পারাপার হচ্ছিল। হঠাৎ রাতে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে যাওয়া মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মারাযান এবং মোটর সাইকেল চালক গুরুতর আহতাবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত মোটরসাইকেল চালকের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তার পিতা সিরাজুল হক তাহেরী। সে ঝালকাঠি সরকারী কলেজ মোড় বাসা ভাড়া করে থাকতো।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আবদুস ছালাম জানান, রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালকসহ ওই পথচারী রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে পথচারী নিহত হয় এবং চালকে গুরুতর আহতাবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Leave a comment