এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশালের শীতার্থ মানুষের পাশে দাড়িছেন রক্তদানের অপেক্ষায় বরিশাল নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগন্ধা ইউনিয়নের দুইশত জন, বাকেরগঞ্জ উপজেলার ৩০ জন, মুলাদী উপজেলার ১৫ জন, বরিশাল সদর উপজেলার ৪০ জন, সমন্বিত শিশু প্রশিক্ষণ কেন্দ্রের ২৯ জন এবং ৪৫ জন স্বেচ্ছাসেবীদের মাঝে শীতবস্ত্র কম্বল গতকাল মঙ্গলবার বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত