এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশালে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে হাফিজা বেগম শান্তা (৩২) ও তার বাবা মো. শওকত হোসেন মোল্লাকে (৬৩) গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ গত রবিবার (১৩ এপ্রিল) অভিযান চালিয় ব্যবসায়ী মো. মাসুদুর রহমান হত্যার অভিযোগে ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের বাসিন্দা তার প্রেমিকা হাফিজা বেগম শান্তা ও তার বাবা মো. শওকত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই মো. তানজিল জানান, ৯ এপ্রিল রাতে বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার একটি বাসায় প্রেমঘটিত বিরোধের জেরে হাফিজা ব্গেম শান্তা ও তার সহযোগীরা ব্যবসায়ী মাসুদুর রহমানকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় মাসুদুর রহমানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাতে মারাযান। এঘটনায় নিহতের ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে বরিশাল কোতয়ালী থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা রাজীব রেজা জানান, হত্যার দিন প্রেমিকা শান্তা মাসুদুর রহমানকে ফোন করে তার বাসায় ডেকে নেন এবং বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। মাসুদ রাজি না হলে শান্তা ও তার সহযোগিরা মারধর করে এবং তার সঙ্গে থাকা নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার জন্য ছুরিকাঘাত করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
বরিশালে হত্যার অভিযোগে বাবা ও মেয়ে গ্রেফতার

Leave a comment