
বিজ্ঞপ্তি : খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে মাহে রমজানের সামাজিক গুরুত্ব শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার নগরীর হোটেল ক্যাসল সালামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেক। প্রধান মেহমান ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং প্রধান আলোচক ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম। সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব রোটারিয়ান সুলতান হোসেন খান ও ধন্যবাদ জ্ঞাপন করেন আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগম। দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান খন্দকার এবং কোরআন তেলোওয়াত করেন পুলিশের এএসআই ক্বারী মোঃ মহিব্বুল্লাহ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন, সিনিয়র আইনজীবীগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রী, বিভিন্ন পর্যায়ের সুবিধা বঞ্চিত মানুষ ও সমিতির মেজর ডোনার, ডোনার ও বিপুল সংখ্যক আজীবন সদস্য অংশগ্রহন করেন। ইফতারপূর্ব বিশেষ মোনাজাতে সমিতির প্রয়াত সদস্যবৃন্দ অসুস্থ সদস্যদের সুস্থতা কামনাসহ উপস্থিত সকলের প্রয়াত আপনজন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়্যারম্যন বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, এমডিএ বাবুল রানা, এ্যাড.শফিকুল আলম মনা, শফিকুল ইসলাম মধু, নজরুল ইসলাম মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যাপক আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আব্দুস সালাম, সরফুদ্দীন বিশ^াস বাচ্চু, রেহানা ঈসা, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহম্মেদ, জামাল উদ্দিন বাচ্চু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর পারভীন আক্তার, আরিফুর রহমান মিঠু, ডালিম হাওলাদার, রেকসোনা কালাম লিলি, হুমায়ুন কবির ববি, তসলিম আহমেদ আশা, জোবায়ের আহম্মেদ খান জবা, হালিমা ইসলাম, আবু হানিফ, রাসেল, ইমরান, পারভেজ, এ্যাড. সেলিনা পিয়া, মনোয়ারা খাতুন, মিজানুর রহমান, মোঃ আনছার উদ্দিন, রাজিব আহম্মেদ, মামুনুর রশীদ, মুরাদ হোসেন প্রমুখ।