এইচএম আখতারুজ্জামান, বরিশাল : হামলায় ক্ষতিগ্রস্থ বাস মেরামতের টাকা পরিশোধ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি বাস আটকে রেখেছে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা।
জানাযায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্ধারমানিক ও নয়নভাঙ্গানী নামের দুটি বাস’কে আটক করে বিএম কলেজের একদল শিক্ষার্থী। এখন পর্যন্ত ওই বাস দুইটি মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস প্রাঙ্গণে আকাবস্থায় রয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে আটক বাস গুলো মুক্ত করতে চেষ্টা করছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষার্থীবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
শিক্ষার্থীরা জানান, গত ৩ সেপ্টেম্বর দিনগত মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। এতে বিএম কলেজের চারটি বাস ভাঙচুর হয়। এ বিষয় বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ প্রশাসনের মধ্যে সমঝোতা হয় এবং যার যা ক্ষতি হয়েছে, তা জরিমানা দেওয়ার কথা অস্বীকার হয়। কিন্তু বিএম কলেজের চারটি বাস পড়ে থাকলেও বরিশাল বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ মেরামত করে দেন নাই। যার কারনে চারটি রুটে বাস চলাচল না করায় শিক্ষার্থীরা ভোগান্তির শিক্ষার হচ্ছে। এ সমস্যা সমাধানের একাধিক বার বৈঠক হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃষ্টিপাত করেনি। ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাস আটক করে। সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তাজুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে খবর আসে যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুইটি বাস শিক্ষার্থীরা আটকে রেখেছেন। মুলত যে বাস গুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেঙে ছিল, সে গুলো মেরামত না করায় শিক্ষার্থীরা ক্ষোভে এমনটা করেছেন। তবে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, ওই সংঘর্ষে বরিশাল বিএম কলেজের ৫ লক্ষ ৮০ হাজার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলেছে। দ্রুত সমাধান করা হচ্ছে। বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি দ্রুত মিমাংসার জন্য দুই শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ আছে।
বরিশাল বিশ্ব বিদ্যালয়ের দুই বাস আটকে দিল শিক্ষার্থীরা
Leave a comment