এইচএম আখতারুজ্জামান বাচ্চু, বরিশাল : বরিশাল মহানগ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা ছাত্র লীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাদ গ্রেফতার হওয়ার ১০ দিনের মধ্যেই জামিন পেয়েছেন।
জানাযায়, গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে বরিশাল মহানগ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা ছাত্র লীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাদকে পুলিশ গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মনজুর করেন। ১০দিন কারাভোগের পর গত বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে ওই নেতার জামিনের জন্য আবেদন করেন। আদালতে দুই পক্ষের আইনজীবির যুক্তিতর্ক শেষে বিচারক ওই নেতার জামিন দেন।
মামলাসূত্রে জানাযায়, গত ২৩ আগস্ট বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। এ মামলায় তিনি উল্লেখ করেন, বরিশাল মহানগ বিএনপি কার্যালয় ভাঙ্গচুর, অগ্নিসংযোগ করা হয়। এ মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সদস্য সদস্য ও পানী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ সিটি করপোরেশনের ৯ কাউন্সিলার আসামী।
বরিশাল মহানগর ছাত্র লীগের সভাপতির জামিন
Leave a comment