বরিশাল অফিস : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে রবিবার (১৩ অক্টোবর) সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও জানা সম্ভব হয়নি। ইতোমধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে, মেডিসিন বিভাগের তুলা থেকে আগুন লেগেছে। হাসপাতালের সহকারী অধ্যাপক একেএম রিয়াজুল ইসলাম জানান, আগুন দেখামাত্রই রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোন রোগীর সমস্যা হয়নি। তবে হাসপাতাল ক্যাম্পাসে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত