বিজ্ঞপ্তি : বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার পক্ষ থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে এক সংবর্ধনা প্রদান করা হয়। নগরীর কাইফেং চাইনিজ রেস্তোরার মিলনায়তনে সন্ধ্যায় আয়োজিত এ অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম এবং ফেডারেশন অব সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খান। সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ দেলওয়ারা বেগম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব মোঃ কামাল হোসেন তালুকদার।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সমিতির বিভিন্ন থানা ও ইউনিট শাখা থেকে সংবর্ধিত প্রধান অতিথিকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা নেতা ফিরোজ আলম খান, কাজী নুরুল ইসলাম, প্রকৌশলী কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, অধ্যাপক সিকদার রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, রোটাঃ আলতাফ হোসেন, মোঃ খলিলুর রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাঞ্চন আলী খান, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, হুমায়ুন কবির খান, আবুল কালাম কবীর, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, আশরাফ হোসেন, সরদার মিজানুর রহমান, সালাম মোল্লা, হুমায়ুন কবির বালী, এড. আব্দুল মজিদ, ডা. এন এম আলম, আলহাজ্ব হায়দার আলী হাওলাদার, তাসলিমা আক্তার লিমা, নাজেম আলী খলিফা, কবির হোসেন মৃধা, ইলিয়াস হোসেন লাবু, মুজিবর রহমান বাবুল, আল মামুন ফারুক প্রমুখ। সংবর্ধনার পূর্বে সমিতির সদস্য যাঁরা এ বছর পবিত্র হজ্বব্রত পালন করে এসেছেন প্রধান অতিথি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। সদ্য হাজীদের নিয়ে সংবর্ধিত প্রধান অতিথি সিটি মেয়রের পূর্ণাঙ্গ সুস্থতা এবং সার্বিক সাফল্য কামনাসহ সমিতির অসুস্থ ও প্রয়াত সদস্যদের জন্য দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। সমিতির বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সংবর্ধনার জবাবে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সব সময় নিঃশর্তভাবে তাকে সমর্থন দেয়ায় তিনি বরিশাল সমিতির কাছে ঋণী। তিনি খুলনা উন্নয়নে তার পরিকল্পনার কথা বিস্তারিত বর্ণনা করে নগরবাসীসহ বরিশাল সমিতির সহযোগিতা কামনা করেন।