জন্মভূমি রিপোর্ট : নগরীর ইকবালনগর বর্ণমালা শিশু শিক্ষালয়ের চলতি শিক্ষাবর্ষের প্রথম অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় নিজস্ব মিলনায়তনে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্ণমালা শিশু শিক্ষালয়ের নির্বাহী কর্মকতা সানজিদা আফরীন সীমা। বক্তৃতা করেন অর্পনা রায়, ফারজানাসুলতানা তারিন, রুমানা ইয়াসমিন, তাসমিন সুলতানা, মো. মহিউদ্দিন, মো. নিজাম উদ্দিন মোল্লা ও রুম্পা আক্তার।
সভাপতি তার বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় পুঁথিগত শিক্ষার পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সন্তানদের প্রতি নৈতিক বিষয়গুলোর কঠোর নজরদাড়ির জন্য অভিভাবকদের পরামর্শ দেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিনে সমন্বয়ে বর্ণমালার শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের কাছ থেকে মতামত গ্রহন করেন।
এসয় বর্ণমালার শিক্ষক মিঠু গাইন, আবু মুছা মেহেদী, মোঃ মানিক শেখ, মিতা জামান, মনিকা সরকার, শিউলী, হুমায়ারা খাতুন ইরা, নির্মল বিশ্বাস, তামান্না আলী, ফাতেমা আক্তার, সুবর্ণা মোস্তফা সেতু ও আসমা খাতুন উপস্থিত ছিলেন।