
জন্মভূমি ডেস্ক : নানা আয়োজনে ও কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের পাঠানো রিপোর্ট।
॥ আওয়ামী লীগ নেতা জামাল ॥
গতকাল সন্ধ্যায় রেলস্টেশনে ছিন্নমূল ও শিশুদের মাঝে কেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা হালিম, মোসাঃ সামছুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, ফারজানা নিশা, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, মোঃ ইমরান হোসেন, তাপস জোয়ার্দার, শেখ জহুর, মোঃ আলামিন এহসান, আমিরুল মোমেনীন রানা, কাজী নাজিব, ফাইমিন সরদার, আব্দুর রহমান, সংগ্রাম মন্ডল, রাকিবুল ইসলাম সুমন, ইসমাইল মৃধা ইমন, আজবার রাজ, নিলয়, রাকিব, সাইফুল প্রমুখ।
॥ শ্রমিক লীগ ॥
শুক্রবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগ, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর মোঃ জাকির হোসেন বিপ্লব, মল্লিক নওশের আলী, মোঃ সেলিম, মাছুমা আক্তার রানী, কাজী আঃ ওহাব, আঃ রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, মুন্সী ইউনুস, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ শরিফুল, বিপ্লব কুমার দে, মোঃ নুর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, খোকন শীল কুট্টি, মোঃ সেলিম ফরাজী, মোঃ মারুফ, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ সলেমান সিকদার, মোঃ লাভলু পাটোয়ারী, মোঃ পান্না সরদার, মোঃ মহারাজ, মোঃ আল আমিন ফরাজী, মোঃ শাহবুদ্দিন মোল্লা, মোঃ আয়নুল ইসলাম, মোঃ মিহেরাব হোসেন অপু, জয় দত্ত, শ্যামল সরকার, মোঃ এরশাদ সিকদার, মোঃ রনি, মোঃ সেলিম, মোঃ শহীদ, মোঃ জাহিদ, মোঃ সাজু, মোঃ লিটন, মোঃ সাইদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত যে সকল নেতা-কর্মী ইন্তেকাল করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
॥ খানজাহান আলী থানা ॥
খানজাহান আলী থানা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের পৃথক-পৃথকভাবে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল। খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার মাগরিববাদ শিরোমণিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এবং কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে মাগরিববাদ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আটরা-গিলাতলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন শেখ ইউনুচ আলী, মো. শাহবুদ্দিন আহমেদ। বক্তৃতা করেন মোড়ল আনিসুর রহমান, কাজী জাকারিয়া রিপন, শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, মাষ্টার শাহজাহান হাওলাদার, এ্যাড. শাহারা ইরানী পিয়া প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় খানজাহান আলী থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিল।
॥ ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ॥
মাগরিববাদ ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদারের সভাপতিত্বে এবং ইসমাইল হোসেন ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, গোলাম মোস্তফা, সেলিম রেজা, মুকুদ্দ বিহারী, শাকিল আহমেদ, গোলাম রব্বানী, কাজী মঈনুল ইসলাম বাবলু, এ্যাড, নার্গিস বেগম, নিলুফার ইয়াসমিন, নিলা নাসির, মো, নাসির, কামাল মুন্সি, মোহন মুন্সি, সোহলে রানা, মো. কোরবান, মুজিবুর রহমান, আবু নাঈম, মনির শেখ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
॥ রূপসা ॥
শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ফ,ম আঃ সালাম, আঃ মজিদ ফকির, এস এম হাবিব, আকতার ফারুক, ফারহানা আফরোজ মনা, মাধুরী সরকার, প্রভাষক ওয়াহিদুজ্জামান, শ,ম জাহাঙ্গীর, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিনয় কৃষ্ণ হালদার, মুনীর হোসেন মোল্যা, আঃ মান্নান শেখ, মোঃ ফরিদ শেখ, তাহিদুল ইসলাম মোল্যা, মোঃ ফরিদ শেখ প্রমুখ।
॥ বটিয়াঘাটা ॥
কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকাল ৪টায় বটিয়াঘাটা বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীলিপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পলাশ রায়, মানষ পাল, ৭নং আমিরপুর ইউনিয়ন চেয়ারম্যান জি,এম,মিলন, হুমায়ুন কবির, আমিরুল মোমেনিন রানা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ভগবতী গোলদার, মোতাহার রহমান শিমু, আব্দুল আহাদ, মোহাম্মদ আলী মির, মুশিবুর রহমান, অরিন্দম গোলদার, মিজানুর রহমান মিজানসহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল প্রদান করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন বটিয়াঘাটা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাহবুবুর রহমান।
॥ ফুলতলা ॥
শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি বি.এম.এ সালাম, এ্যাড. তারিক হাসান মিন্টু, বিলকিস আক্তার ধারা, কাজী আশরাফ হোসেন আশু, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, সরদার মনিরুল ইসলাম, আলী আজম মোহন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, এসকে আলী ইয়াসিন, শহীদুল্লাহ প্রিন্স, এসকে মিজানুর রহমান, এস রবিন বসু, মোল্যা রবিউল ইসলাম, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, শাহিদা ইসলাম নয়ন, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ। শেষে বর্ণাঢ্য র্যালি ও ৭৪ পাউন্ডের কেক কেটে উদযাপন করা হয়।
॥ ডুমুরিয়া ॥
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল খোকন, সরদার আবু সালেহ, নাজিবুর রহমান নাজু, শেখ রবিউল ইসলাম রবি, জিএম ফারুক হোসেন, গোবিন্দ ঘোষ, মোল্লা সোহেল রানা, গাজী তৌহিদুল ইসলাম, খান আবুল বাশার প্রমুখ।
॥ তেরখাদা ॥
আব্দুস সালাম মূর্শেদী এমপি শুক্রবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে এবং অসহায় পরিবারের মাঝে ঐচ্ছিক তহবিলের টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, ফ ম আব্দুস সালাম, কে এম আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মোঃ মোতালেব হোসেন, মোঃ এমদাদুল হক। শেখ রাজা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আলী শেখ, মোল্যা জিয়াউর রহমান, শেখ তবিবুর রহমান, মোঃ বোরহান উদ্দিন আহমেদ, মোঃ বাদশা মল্লিক, শেখ শারাফাত হোসেন, শেখ আনিচুল হক, এস এম নাজমূল ইসলাম, মোঃ জিল্লুর রহমান নান্নু, মোঃ সামছুল আলম বাবু, মোঃ মঈন আহমেদ।
॥ পাইকগাছা ॥
শুক্রবার বেলা ১২টায় উপজেলা সদরের মধুমিতা পার্কস্থ মুজিব কর্ণারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি এ্যাড সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন এমপি আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা কোষাধ্যক্ষ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম, অধ্যাপক ড. মোহাঃ শেখ শহিদ উল্লাহ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সমিরণ কুমার সাধু, আনন্দ মোহন বিশ্বাস, রশিদুজ্জান মোড়ল, জিএম ইকরামূল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, মুনছুর আলী গাজী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, নির্মল অধিকারী, নির্মল বৈদ্য, ময়নুল ইসলাম, বিভূতি ভূষণ সানা, সামছুর রহমান। এছাড়া সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
॥ কয়রা ॥
শুক্রবার ২৩ জুন সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলের নেতৃবৃন্দরা। সকাল দশটায় দলীয় কার্যালয়ে উপজেলা সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মো: আখতারুজ্জামান বাবু। বক্তৃতা করেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, এসএম জিয়াদ আলী, প্রফেসর শাহবাজ আলী, মাস্টার আব্দুল হালিম, ইমদাদুল হক টিটু, জিএম মেজবাহউদ্দিন মাসুম, ডিএম ইখতিয়ার উদ্দিন হিরো, মেহেদী হাসান দিদার, মো: আল-আমিন মোড়ল, সালাউদ্দিন আহমেদ, সোহেলরানা সৌরভ, শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল, সাকিবুজ্জামান বাবু, রায়হান কবির চঞ্চল, আবু দাউদ রনি, মওদুদ মিলন, পার্থ তরফদার, শেখ আশিকুজ্জামান, অশোক বর্মন প্রমুখ।
॥ দাকোপ ॥
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা র সদস্য ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা সভাপতি শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, অসিত বরণ সাহা, অধ্যাপক দুলাল রায়, শেখ রফিকুল ইসলাম, রবার্ট জীবন্ত নাথ, কে এম কবীর হোসেন, শেখ গোলাম হোসেন, সরোজিত রায় কুঞ্জ, অধ্যাপক সুপদ রায়, অপরাজিত মন্ডল অপু, স্বপন কুমার সরকার, সৌদি আরবের তায়েফ, রাজ্জাক ফরাজি, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, মৃনাল মল্লিক, ক্ষিতিষ চন্দ্র রায়, নিত্যরঞ্জন কবিরাজ, জ্যোতিশংকর রায়, দেবপ্রসাদ দেবু সরকার প্রমুখ।
॥ বাগেরহাট ॥
জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, বিকাল ৪টায় জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ন্যাঢ্য র্যালি। র্যালিটি জেলা কার্যালয়ের সামনে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেল রোড চত্বরে এসে হয়। জেলা সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে¡ অলোচনা সভা ও র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি এ্যাড: শাই আলম বাচ্চু, এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ, এ্যাড: আলী আকবর, সরদার সেলিম আহম্মেদ, এ্যাড: ড, আজাদ ফিরোজ টিপু, এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম, বাকী তালুকদার, বাবু অম্বরীশ রায়, রতন নন্দী, সরদার ওমর ফারুক, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সরদার নাসির উদ্দিন, মীর জায়েসি আসরাফি জেমস, খান আবু বক্কর সিদ্দিক, প্যানেল মেয়র শেখ আবুল হাশেম শিপন, মো: মনি মল্লিক, এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, শেখ মোস্তাফিজুর রহমান সোহেল, এ্যাড: সিতারানী দেবনাথ, এ্যাড: শরিফা হেমায়েত, তালুকদার রিনা সুলতানা, এ্যাড লুনা সিদ্দিকি, মো: মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত র্যালি ও সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুনসহ শ্রোভাযাত্রা সহকারে সমাবেশ স্থলে যোগদান করেন। সভাশেষে জন্ম দিনের কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
॥ মোল্লাহাট ॥
শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের সহযোগীতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সহ-সভাপতি ফণিভূষন গাইন, শহিদ মেহেফুজ রচা, সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ দেলোয়ার হোসেন, গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, নজরুল ইসলাম মিল্টন, হাসান মোল্লা হায়দার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, মোহাম্মাদ আলী মোহন, এস এম নাসির উদ্দিন, শেখ লেবিনসহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন ও জনপ্রতিনিধি বৃন্দ।
॥ শরণখোলা ॥
শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, আনন্দর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ র্যালি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, এম সাইফুল ইসলাম খোকন, মেজবাহ উদ্দিন খোকন, আবুল হোসেন নান্টু ও ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
॥ চৌগাছা ও ঝিকরগাছা ॥
পিতা-পুত্রের চার লাখ ভয়েস কল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে নিজ নির্বাচনী এলাকার নতুন ভোটার শুভাকাঙ্খীসহ চার লাখ ভোটারকে মোবাইল ফোনে ভয়েস কল পাঠিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও তার পুত্র যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। শুক্রবার এক বার্তায় মোস্তফা আশীষ ইসলাম এ তথ্য জানান, সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত একটানা পিতা অধ্যাপক রফিকুল ইসলাম ও আমার (মোস্তফা আশীষ ইসলাম) ৪ (চার) লাখ ১০ (দশ) হাজার জনের মোবাইলে বার্তা প্রেরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। অধ্যাপক রফিকুল ইসলামের বার্তায়, “বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ’ ইতিহাসে এই তিনটি নাম অমলিন, অবিনশ্বর ও একই সূত্রে গাঁথা। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসস্তুপ থেকে উঠে এসেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি অধ্যাপক রফিকুল ইসলাম, এই দলের একজন সদস্য হিসেবে গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক।” ও মোস্তফা আশীষ ইসলামের বার্তায়, “বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান কারাগারে আটক থাকলেও তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সকল উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তীতে আসুন শপথ নেই বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার। মোস্তফা আশীষ ইসলাম, সদস্য, যশোর জেলা আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক।”
এছাড়া আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭৪ জনকে (পূর্ণাঙ্গ কমিটি) জয় বাংলা লোগো সম্বলিত পাঞ্জাবি উপহার সভাপতির হাতে তুলে দেওয়া হয়।
॥ অভয়নগর ॥
শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা সভাপতি এনামূল হক বাবুল। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও উপজেলার সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, শাহ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সুশান্ত কুমার দাস শান্ত, জেলা পরিষদের সদস্য আব্দুল রউফ মোল্য শেখ আব্দুল ওয়াদুদ, হাজি রফিকুল ইসলাম সরদার প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যলি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
॥ চৌগাছা ॥
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় যশোর বাস-স্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। উপজেলা সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন আলতাফ হোসেন, সোলাইমান হোসেন, আব্দুল কাদের, শফিক হায়দার লাভলু, আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, শামসুর রহমান টিয়া, দেওয়ান আনিছুর রহমান, হাফিজুর রহমান, সাইদুর রহমান পান্নু, সারজান দেওয়ান সোহেল, আকরামুল ইসলাম, রুবেল হোসেন, সাগর কুমার প্রমুখ। একইদিনে এদিন সকালে স্বল্প পরিসরে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগের আরেকটি অংশ। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন এমপি। উপজেলা যুগ্ম-সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, কাউন্সিল সিদ্দিকুর রহমান, এইচ এম ফিরোজ, রাজু আহমেদ, সৌরভ রহমান বিপুল প্রমুখ। অপরদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু সভাপতিত্ব করেন। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
॥ তালা ॥
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিশ^জিৎ সাধু, মোড়ল আব্দুর রশিদ, খুরশিদ আলম, সৈয়দ জুনায়েদ আকবর, মীর মহাসীন, ইকবাল হোসেন, শাহাবুদ্দীন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপাড়ি, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, জেবুন্নেছা খানম, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, মিলন রায় প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়।
॥ মহেশপুর ॥
দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক কৃতিত্বে পুস্পমাল্য অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুর সাত্তার, অমল কুমার কুন্ডু, আবুল কাশেম মাষ্টার, সিরাজুল ইসলাম সিরাজ, হাসানুজ্জামান আলীম, পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান, প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি, শাহেদ মেহেবুব রনজু, আশাবুল আরাফ শিমূল, ইয়াকুব আলী, নাসরিন সুলতানা প্রমুখ।