
হুমায়ুন কবির, কুষ্টিয়া: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৫ তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ দফায় বিএনপি জামাতের অবরোধ কর্মসূচি ভন্ডল করে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের এক বিলোট বেলায় পরিণত হয় এবি ক্যাম্পাস।