জন্মভূমি ডেস্ক : ভারতের বর্তমানে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের বাঘ শুমারির সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় উইন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা ছিল, ২০০৬ সালে ১ হাজার ৪১১টি, ২০১০ সালে ১ হাজার ৭০৬টি, ২০১৪ সালে ২ হাজার ২২৬টি, ২০১৮ সালে ২ হাজার ৯৬৭টি এবং ২০২২ সালে ৩ হাজার ১৬৭টি।
‘প্রজেক্ট টাইগার’ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাঘ সংগ্রহ কেন্দ্রে রয়েছেন। সেখানেই তিনি বাঘ শুমারির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।
‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অধিবেশনে, প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স’ চালু করেন, যা বাঘ এবং সিংহসহ বিশ্বের সাতটি বড় বিড়াল সুরক্ষা এবং সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে।