
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকার অনেক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন দিয়েছে। যে কারণে প্রতিটি গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। বাংলা টিভি মুক্তিযুদ্ধের পক্ষের একটি স্যাটেলাইট টেলিভিশন। তারা দেশ ও মাটি মানুষের কথা তুলে ধরে। আগামী দিনে তারা মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির পক্ষে সংবাদ তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি। তারা বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদন এবং শিক্ষামূলক আরো ভালো প্র্গ্রোাম মানুষের জন্য উপহার দেবে। তাহলে বাংলা টিভি সকলের হৃদয়ে স্থান করে নেবে। তিনি বাংলা টিভির ৭ম বর্ষে পদার্পণে এর সাংবাদিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করেন।
শুক্রবার প্রেসক্লাবে বাংলা টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, কামরুজ্জামান জামাল, ফারুক আহম্মেদ, অসিত বরণ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শেখ আবু হাসান, মুন্সি মাহবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু, সুনীল দাস, হুমায়ুন কবির, আসাদুজ্জামান রিয়াজ, দিলীপ বর্মন, মুন্সি আবু তৈয়ব, আমিরুল ইসলাম, বি এম শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, মইনুল ইসলাম টুটুল, আব্দুল গফ্ফার বিশ্বাস ইসমাইল হোসেন বাবু, ফজলে রাব্বী বাধন, মামুন রেজা হাওলাদার, জালাল শেখ, আল ইমরান ইভান, মো: আজমুল, রাসেল হোসেন রানা, আল মামুন সোহাগ প্রমুখ।