
জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের সাহায্যার্থে পর্যাপ্ত সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বর্তমান সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান করায় স্বল্প আয়ের মানুষেরা করোনা সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে প্রায় এক কোটি স্বল্প আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি নতুন বস্ত্রও প্রদান করা হচ্ছে।
সিটি মেয়র সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঈদ প্রাক্কালে দুঃস্থ ও স্বল্প আয়ের মানুষকে ঈদ বস্ত্র বিতরণকালে এ কথা বলেন। তিনি নগরীর ১৬নং ওয়ার্ডস্থ হাজী ফয়েজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নগরীর ১৭ নং ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায়, ১৮নং ওয়ার্ডের প্রিপারেটরি স্কুল, ২১নং ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়, ২৬নং ওয়ার্ড কার্যালয়ে, ১৯নং ওয়ার্ডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় এবং ২৪ নং ওয়ার্ড কার্যালয়ে উপস্থিত থেকে স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সংরক্ষিত কাউন্সিলর আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, রুমা খাতুন, শেখ আবিদ উল্লাহ, হাসান ইফতেখার চালুসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।