জন্মভূমি রিপোর্ট : বেসরকারী উন্নয়ন সংস্থা আইআরভির মিডিয়া ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবে এর আয়োজন করা হয়।
অতিথি ছিলেন উইমেন চ্যাপ্টার ইন্টরন্যাশনালের জেন্ডার এক্সপার্ট ও বোর্ড সদস্য মনজুন নাহার। বক্তৃতা করেন আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথিসহ ফোরামের সদস্যরা। সভায় লবণাক্ত পানির কারণে নারীরা প্রজনন ক্ষমতা হারাচ্ছে। কিশোরীদের মুখে বলি রেখা সৃষ্টি হচ্ছে। বলি রেখা থেকে বাঁচতে মেয়েরা বাল্য বিবাহের শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে মেয়েরা শুধু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তা নয়, তারা নিরাপত্তাহীনতার মধ্যেও বসবাস করছে। জলাবায়ু পরিবর্তনের কারণে একজন নারী সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। ওই নারীর ঘরে থাকা কিশোরী কন্যা সামাজিক নিরাপত্তার অভাবের কারণে আগেস থেকেইু বিয়ে দিতে হচ্ছে। এছাড়া কতিপয় বিবাহ রেজিস্টারদের নকল কাবননামায় বিয়ে দেয়ার প্রবনতা রয়েছে উপকূলীয়। এমন কি আদালতে কতিপয় আইনজীবীদের সহায়তায় কোর্ট মেরিজ নামে ভূয়া বিয়ের শিকার হচ্ছে এসব জনগোষ্ঠীর মানুষ। এসব বিষয় পত্রিকায় প্রতিবেদন করে সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন মিডিয়া ফোরামের সদস্যরা।