গোপালগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
আনন্দ শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক এস. এম. গোলাম হায়দার, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মো: নাছিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের উপরিচালক মো: মাহবুবুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মজনুর রশিদ, আইন বিভাগের প্রভাষক মো: হুমায়ুন কবির ও চয়ন চাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
১৯৭২ সালে ৪ নভেম্বর গণপরিষদে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এরপর ওই বছরের ১৬ ডিসেম্বর তা কার্যকর হয়। তবে নানা কারণে স্বাধীনতার ৫০ বছর পর ২০২২ সালের ৪ নভেম্বর ‘ক’ ক্রমিকে দেশে প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়।