প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১:১১ পি.এম
বসুন্দিয়া মোড় বাজার কমিটি নির্বাচন ২৫ জানুয়ারি

রবিউল ইসলাম সাগর, (বসুন্দিয়া) যশোর : গত ১৬ বছর পর যশোর সদর ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল বসুন্দিয়া মোড় বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন বসুন্দিয়া মোড় হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সকাল ৮ টা থেকে বিরতী হীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ৭৬৬জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এই নির্বাচনে ১৩টি পদে ২৭জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহণ করেছে। অবস্থার প্রেক্ষাপটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ৫দিন যাবৎ ভোটের আমেজ বইতে শুরু করেছে। অবস্থার প্রেক্ষাপটে রং-বেরং-এর পোষ্টার ফেস্টুনি, বিলবোর্ড যে পরিমানে টানানো হয়েছে তাতে মনে হচ্ছে পোষ্টার ব্যানেরের নগরিতে পরিনত হয়েছে। যাহাকিনা জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে হার মানিয়েছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকল সাধারণ ব্যবসায়ীদের কাছে গিয়ে ভোট ভিক্ষা নেওয়ার জন্য ধর্ণা দিচ্ছেন। প্রার্থীরা বাজার উন্নয়ন সহ ভোটারদের কাছে থাকবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছে। এ সকল প্রার্থীর অধিকাংশই বিএনপি, জামায়াত ইসলামীর সমার্থক বা নেতা কর্মী। এ ব্যাপারে ব্যবসায়ীক ভোটারদের বক্তব্য হচ্ছে যে যে দল করে করুক তারা ভোট দিবেন সৎ, যোগ্য ও প্রতিভাবন ব্যক্তিকে। যারা বাজার উন্নয়ন করতে পারবেন, দূর্নীতি করবেন না, ব্যবসায়ীদের বিপদে পাশে থাকবেন, সমস্যা হলে সমাধান করার মত যোগ্যতা থাকতে হবে, শিক্ষিত হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মত সাহস থাকতে হবে এমন প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার চেষ্টা করবেন বলেন জানান। সে যেকোন দলের হতে পারে। ব্যবসায়ীক ভোটারা জানান প্রার্থীদৈর থেকে তারা আছেন মহা বিপাকে। নির্বাচনে যে সকল প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন তারা সকলেই এ বাজারের পরিচিত মুখ। ফলে তারা কাউকে অখুশি করছেন না। তাই তারাও কৌশলে বলছেন ভাই জান আল্লাহ ভরসা। আবার অনেকেই বলছেন এই মাত্র আপনার কথা বলছিলাম, আবার কেউ বলছেন চিন্তার কোন কারণ নেই আবার বলছে বার বার আসার দরকার নেই। এই হচ্ছে বাস্তব অবস্থা দেখা যাক, শেষমেশ জয়ের মালা কার গলায় উঠে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া