খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.এ. শিক্ষার্থী মোবারক হোসেন নোমান বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে আমরণ অনশন করার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে নোমান অভিযোগ করেন, গত ২ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। পরবর্তীতে প্রশাসন শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে, স্নাতক সনদ বাতিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, মামলার তদন্তে পুলিশ আমার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধের প্রমাণ পায়নি। তদন্ত প্রতিবেদনে আমাকে নির্দোষ হিসেবে উল্লেখ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বহিষ্কারাদেশ প্রত্যাহার করেনি। এতে আমার শিক্ষাজীবন ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
নোমান দাবি করেন, অতীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়ায় প্রশাসনের একটি অংশ তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে। তিনি বলেন, “আমার বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার ও মাস্টার্সের শেষ টার্মের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। নচেৎ আমি শহীদ মীর মুগ্ধ তোরণের সামনে আমরণ অনশন শুরু করব।”
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে মামলা চলমান। সে অন্যায় করেছে বলেই শৃঙ্খলা বোর্ডের ২৭ তম সভায় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত