ক্রীড়া প্রতিবেদক : টেস্ট সিরিজ জয়ের পর রঙিন পোশাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল গোয়ালিয়রে মাঠে নামে দুই দল। তবে ভারত সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারলো না শান্তরা।
টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।
টসে হেরে শুরুতে ব্যাট করে ইনিংসের এক বল বাকি থাকতেই ১২৭ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮.১ ওভার বা ৪৯ বল হাতে রেখেই তা টপকে গিয়েছে ভারত। আর তাতেই রেকর্ডের খাত নাম লেখিয়েছে ম্যান ইন ব্লুরা।
টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের দেওয়া ১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১ বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ডটিই ছিল তাদের সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের ঘটনা।
১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ব্যাটাররা। মাঝে তিনটি উইকেট পড়লেও ভারতের রানের ফোয়ারা কোনোভাবেই বন্ধ করতে পারেনি তাসকিন-মোস্তাফিজরা।
দলের হয়ে ১৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ এবং ১৯ বলে ২৯ রান করেন ওপেনার সঞ্জু স্যামসন।