জন্মভূমি ডেস্ক : বাংলাদেশসহ নেপাল, ভারত, ভূটান এবং চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। সোমবার ৬টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। অ্যানড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিসটেম বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। এর উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। অ্যানড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিসটেম আরও বলছে, ভারতের পাশাপাশি এর প্রভাব পড়েছে তার প্রতিবেশি দেশ নেপাল, ভুটান, চীন ও বাংলাদেশেও। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ওয়ারেলস সুপারভাইজার মো.জহিরুল ইসলাম বলেন, ‘আজ সন্ধ্যায় আসামে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে এটার রিখটার স্কেল ছিল ৫ দশমিক ২।’ দেশের ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম।
এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প অনূভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।