
ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আইসিসি। দুবাইতে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বর্তমানে বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’।
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে তৈরি হওয়া সংকট নতুন মাত্রা পেয়েছে।
সংবাদ সংস্থা ‘এএনআই’ এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যদি বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে সম্মত না হয়, তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন বলেও প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে।
তবে কী ধরনের ব্যবস্থা নিতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একই প্রতিবেদনে সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি। কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অবস্থান ঘোষণা করার আগে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেননি বুলবুল। তার ওপর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে আসিফ নজরুল পারসোনা নন গ্রাটা (অগ্রহণযোগ্য ব্যক্তি) হিসেবে বিবেচিত।
এদিন বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দলের আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। আগেই আইসিসি বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত