ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় মাশরাফী বিন মোর্ত্তজাকে। তিনিই নাকি টাইগারদের খেলার কোনো খোঁজ-খবর রাখেন না। এমনকি বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা আছেন জানেন না তিনি, শুধু কি তাই টাইগারদের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিও দেখেননি ম্যাশ।
আজ সোমবার (২০ মে) সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, “যেরকম খেলবে সেরকমই হবে এছাড়া বলার কিছু নেই”
বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, আশা তো অবশ্যই ভালো কিছু করবে।
বিশ্বকাপের স্কোয়াড নিয়ে মাশরাফি বলেন, (স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।
দলে অলরাউন্ডার কম হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাশের উত্তর তিনি দল দেখেননি। সেই সাথে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেটিও জানেন না বলে জানিয়েছেন মাশরাফী।
বাংলাদেশের হয়ে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব আল হাসান। বৈশ্বিক এ আসরে সর্বোচ্চ উইকেট শিকারীও টাইগার অলরাউন্ডার। এবারেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম সাকিব। টাইগার অলরাউন্ডার সবসময়ই পারফর্মার বলে মনে করেন মাশরাফী।
তিনি বলেন, সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফর্ম্যান্স আশা করব।
বিশ্বকাপ ঘিরে প্রতিবারই স্বপ্নের ফানুস উড়ান বাংলাদেশের ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে ভক্তদের নানারকম স্বপ্ন দেখিয়ে যান তারা। কিন্তু দিন শেষে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে থাকে বিস্তর ফারাক। এবারাও প্রত্যশার কথা শুনিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।