
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা নগর যুবলীগকে ফ্রী অক্সিজেন সিলিন্ডার প্রদান করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদ। সোমবার সকালে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানে খুলনাসহ ১৪টি জেলা ও মহানগর ইউনিটের নিজ নিজ এলাকার অক্সিজেন সেবা কার্যক্রমকে ত্বরান্বিত করতে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃত্ব ইউনিটের নেতৃবৃন্দ কাছে এই সিলিন্ডার হস্তান্তর করেন। প্রতি ইউনিটের আহবায়ক/যুগ্ম আহবায়ক ও সভাপতি/সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতৃত্ব এর কাছ থেকে সিলিন্ডার বুঝে নেন। খুলনা মহানগর যুবলীগ এর সিলিন্ডার গ্রহন করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা মহানগর যুবলীগ পরিচালিত শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে নগর যুবলীগের সকল কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময়, খুলনার ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরতে, জনগনের সুখে দুঃখে তাদের পাশে দাড়িয়ে নগর যুবলীগকে নিরলস কাজ করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।