জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে মর্যাদার আসনে বসিয়েছেন। বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা করেছে। এখনও ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত