জন্মভূমি রিপোর্ট : খুলনা বিভাগ খাদ্য অধিদপ্তরে নিয়োগকৃত উপ-খাদ্য পরিদর্শক ও সহকারি উপ-খাদ্য পরিদর্শকদের শুভেচ্ছা জানাতে গতকাল বেলা এগারটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগের আয়োজনে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভিপি শেখ মনিরুল হাসান। সমিতির নেতা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, খুলনা খাদ্য পরিদর্শক সমিতির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, রবিউল ইসলাম(রবি), দপ্তর সম্পাদক ইসমাইল আদম, রকিউল ইমলা, আমীন উদ্দিন মোড়ল, তয়েবুর রহমান, অচিন কুমার, মো: জামসেদ আলী, আলাউদ্দীন, ইকবাল, পঙ্কজ কুমার, বায়জিদ হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।
পরে আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম ও সহকারী খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহানসহ সমিতির নেতৃবৃন্দ নবাগতদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানান।