
দিঘলিয়া প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণিজন সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১২টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে দিঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, সাংবাদিক মিয়া বদরুল আলম, সাংবাদিক নাজমুল হুদা, সাংবাদিক সোহেল জুনায়েদ, সাংবাদিক সরদার বাদশা, গাজী আজগর আলী, দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী রেজা বাচা, মমতাজ শিরীন ময়না, এম এ রিয়াজ কচি, হায়দার আলী মোড়ল, সাংবাদিক রেজওয়ান আকন্জি রাজা, এড. লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সর্বমোট ৩১ জন গুণিজনকে সম্মাননা পদক প্রদান করা হয়। সবশেষে দিঘলিয়া উপজেলা শাখার কমিটির সভাপতি মনিরুল ইসলাম মোড়ল ও সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামের নাম ঘোষণা করেন এবং আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় সাংবাদিক নেতারা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শেখ শামীমুল ইসলাম ও সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান।