রূপসা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে এদেশের হিন্দু মুসলিমসহ সকল ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালিত হয়। কেউ কারোর ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করে না।
অপরদিকে বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করে। একারনে আজ দেশের জনগণ বিএনপি কে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে মাথা উচু করে দাড়িয়েছে একারনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে পিঠাভোগ উত্তরপাড়া জামে মসজিদে রোজাদারদের সম্মানে ইফতারি বিতরণ এবং পিঠাভোগ কালি বাড়ি মন্দির কর্তৃক আয়োজিত শ্রী-শ্রী কালিমাতার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুজাঅর্চনাদী সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
সম্মানিত অতিথি ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন এড. সুজিত অধিকারীর সহধর্মিনী রমা অধিকারী, সফিকুর রহমান পলাশ, মোঃ পারভেজ হাওলাদার, অধ্যাপক প্রকাশ অধিকারী, গোপাল কুশরী। শক্তিপদ বসু ও বিশ্বজিত কুন্ডুর পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য্য কৃষ্ণ পদ রায়, দিপ্তিশ্বর বিশ্বাস, শ্যমল কুমার দাস, উত্তম বিশ্বাস, হরিপদ মজুমদার, রবিউল ইসলাম ফকির, বাসুদেব রায় চৌধুরী, সাধন অধিকারী, মৃন্ময় ধর শিপন, শান্তিরাম মল্লিক, নিখিল মল্লিক, নগর বাসি বৈরাগী, সহাদেব বৈরাগী, মোঃ জালালুদ্দিন শেখ, মৃনাল সরকার, গৌতম শীল, মুছা মোল্লা সবুজ, মোঃ আজিজুল মোল্লা, জয়দেব সরকার, ইন্দ্রজিত অধিকারী, মহিত বিশ্বাস, তাপস বিশ্বাস, নীলমনি বিশ্বাস, অনাদি রায়, ছাত্রলীগ নেতা রুপম দাস, হিরন শিকদার, সজিব পাল প্রমুখ।