বিজ্ঞপ্তি : বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার করেছেন নৌবাহিনী ও পুলিশের সদস্যরা। লুটপাটের সাথে জড়িত দু’জনকে আটক করা হয়। শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে নগরীর জোড়া গেট এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনার কর্তৃপক্ষের নিকট আর আটককৃতদের সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষা ও যেকোনো নাশকতা প্রতিহত করতে সদা তৎপর নৌবাহিনী।