
বিজ্ঞপ্তি : বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির এক সভা শুক্রবার বেলা ১১টায় সিপিবি জেলা কার্যালয়ে কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ধীমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদ সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিনের সঞ্চালনায় অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, প্রভাষক রামপ্রসাদ রায়, হরষিৎ মণ্ডল, ভবেশ রায়, উজ্জ্বল বিশ্বাস, নাভিদ আহমেদ সাম্য, সাজিদ শাহরিয়ার প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী বাজেটে যুব কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, চাকরির সকল পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠানসহ পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানান।
সভায় অপর এক প্রস্তাবে আগামী ২৩ মে বিকেল ৫টায় পিকচার প্যালেস মোড়ে যুব-বান্ধব বাজেট প্রণয়নের দাবিতে যুব ইউনিয়ন জেলা ও মহানগরের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।