
জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। মাতৃভাষা বাংলার দাবিতে এদেশের দামাল ছেলেরা সেদিন যে আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামে রূপ লাভ করে। নতুন প্রজন্মের অনেকেই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানে না উল্লেখ করে তিনি তাদের মাঝে সকল আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। সিটি মেয়র মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামবাদ কলেজিয়েট স্কুলে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র ফিতা কেটে শহিদ মিনারের উদ্বোধন করেন।
স্কুলের অধ্য আবু দারদা মোহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, এস এম রাজুল হাসান রাজু, মোঃ জাকির হোসেন বিপ্লব ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহামুদা বেগম। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।