
কয়রা প্রতিনিধি : বাংলাদেশ সেক্রেটারিয়েটস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও তার সহধর্মিনী সফর সঙ্গী মিসেস আকিমুননাহার কে সংবর্ধনা দেয়া হয়েছে। খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাব ও কয়রা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে এই সংবর্ধনা দেওয়া হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ ও কয়রা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ সিরাজউদ্দৌলা লিংকনের আমন্ত্রনে একদিনের সফরে গতকাল ৯ জুলাই রবিবার তিনি কয়রা পৌঁছালে কয়রার কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকাল পাঁচটায় কয়রা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক জন্মভূমির প্রতিনিধি শেখ সিরাজ উদ দৌলা লিংকনের সভাপতিত্বে ও দৈনিক যশোরের কয়রা প্রতিনিধি কোহিনুর আলমের সঞ্চালনায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত সভাপতি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাতাব কে ফুলেল সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায় মোঃ ইমদাদুল হক টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম মেজবাহউদ্দিন মাসুম বিশিষ্ট আইনজীবী এড, আরাফাত হোসেন, বিশিষ্ট আইনজীবী মাহমুদ হোসেন মন্টু, সাবেক ছাত্রলীগ নেতা রহমাতুল্লাহ উজ্জল, দৈনিক পত্রদূতের কয়রাব প্রতিনিধি, রিয়াজুল আকবর লিংকন, দৈনিক কল্যাণের প্রতিনিধি হাসান মাহমুদ, আমাদি জায়গীর মহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আওছাফুর রহমান, দৈনিক সমাজের কথার কয়রা প্রতিনিধি সুভাষ দত্ত, সাংবাদিক ফারুক আজম, কয়রা আদালতের আইনজীবী সহকারী ইমদাদুল হক প্রমুখ। এর আগে বিকাল ৪ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো: রিয়াছাদ আলীর সঞ্চালনায় কয়রা প্রেসক্লাবের হলরুমে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক দেশের কন্ঠের প্রতিনিধি সদর উদ্দিন আহমেদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধ আব্দুল খালেক প্রমুখ। এ সময় কয়রা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।