জন্মভূমি ডেস্ক : ভারতীয় বাঙালিদের অনেকেই থিতু হয়েছেন বলিউডে। পেয়েছেন তারকা খ্যাতি। রানী মুখার্জি, সুস্মিতা সেন বিপাশা বসু ছাড়াও তালিকায় রয়েছে একাধিক গায়ক, পরিচালক। বাংলা ভাষাভাষীদের অবদানে সমৃদ্ধ হয়েছে বি-টাউন। কলকাতায় এসে সে কথা স্মরণ করে সালমান খান এবার নিজে বাংলা ছবি করার আগ্রহ প্রকাশ করলেন।
গতকাল ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন ওই উৎসবে যোগ দিতে কলকাতায় আসেন ভাইজান। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে এসব কথা বলেন তিনি।
সালমানের কথায়, এই বাংলা বলিউডকে অনেক দিয়েছে। পরিচালক, গায়ক, অভিনেতা, অভিনেত্রী। এজন্য বাংলাকে ধন্যবাদ।
এরপর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের কাছে আবদার রেখে বলেন, এবার আমাদের পালা বাংলাকে দেওয়ার। আমিও এখানে এসে ছবি করতে চাই।
মমতাও লুফে নেন সে আবদার। তিনি পর্দার টাইগারকে বাংলায় ছবি করতে আমন্ত্রণ জানান। উত্তরে মিষ্টি হেসে সালমান বলেন, আপনি বলেছেন, আমি আসবই।
গতকাল ৫ ডিসেম্বর সকালে কলকাতায় পা রাখেন সালমান। কালো স্যুট-প্যান্টে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি। মমতার কথায় উৎসবের টাইটেলের সং গেয়েছেন অরিজিৎ সিং। উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে সে গানে নেচেছেন সালমান।