যশোর প্রতিনিধি : শার্শার বাগআঁচড়ায় সস্তা জনপ্রিয়তা নেয়ার আশায় তিলকে তাল বানিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। বর্তমানে তিনি ৮ নম্বার বাগআঁচড়া ইউনিয়ন একটি রাজনৈতিক দলের যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, প্রয়াত একজন শীর্ষ রাজনৈতিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামান্য কিছু গাছের চারা একদম ঘরোয়া ভাবে বিতরণের আয়োজন করেন জাহাঙ্গীর হোসেন। এতে তিনি দুইশত টির মত গাছের চারা বিতরণ করেন বলে একাধিক সূত্র জানায়। পরে তিনি সস্তা জনপ্রিয়তার নেওয়ার আশায় দুইশত গাছের চারা বিতরণের বদলে পাঁচশত গাছের চারা বিতারণের তথ্য স্থানীয়দের মাঝে প্রচার করে বেড়ান।
স্থানীয় সূত্রে জানা যায়,জাহাঙ্গীর হোসেন ওই রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ও দলের প্রভাব খাটিয়ে সাত’মাইল ইজারা বিহীন পশুহাট থেকে প্রতি হাটে কমপক্ষে ৫ লক্ষ্য টাকা অবৈধভাবে আদায় করছে। সরকারি কোষাগারে জমা দিচ্ছি মাত্র নব্বই হাজার থেকে একলক্ষ টাকা। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুইদিন এ হাট বসে।
এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, নিজ দলের প্রতিপক্ষের উপরে সন্ত্রাসী হামলা, শালিশের নামে অর্থ বাণিজ্যের মত গুরুতর অপরাধ ধামাচাপা দেওয়ার মরহুম ওই সাবেক নেতার নাম প্রচারণার নামে প্রতারণা করছে। যা দেখে রীতিমতো রাজনৈতিক দলটির মাঠ পর্যায়ের সাধারণ নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই সমালোচনা করে বলছেন, একজন ব্যক্তির অপরাধের কারণে অনেক বড় বদনাম হচ্ছে রাজনৈতিক দলটির।
বাগআঁচড়ায় তিলকে তাল বানানোর চেষ্টায় ব্যস্ত এক নেতা
Leave a comment