বাগেরহাট অফিস : বাগেরহাটে প্রথমবারের মত পরিবেশবান্ধব নির্মান সামগ্রীর মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে কোডেক-এসইপি (সাস্টেইনএবল এন্টারপ্রাইজ প্রজেক্ট) প্রকল্পের আয়োজনে এই মেলা শুরু হয়। দিনব্যাপি মেলার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। এসময়, গনপূর্ত বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, মেন্টেশন অফিসার এসএম তানভীর হোসেনসহ পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী তৈরি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলায় আগত স্টল ও খানজাহান আলী কলেজে ব্লক দিয়ে নির্মিত মডেল পাঠাগার পরিদর্শণ করেন।
মেলায় পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী কংক্রিটের তৈরি ইউনি ব্লক, সলিড ব্লক, পার্কিং টাইলস তৈরির ১০টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল ছিল। উদ্যোক্তারা পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী মেশিন ও প্রযুক্তি প্রদর্শন করেন। স্বয়ংক্রিয় মেশিন দিয়ে ব্লক তৈরি করে দেখানো হয়। উদ্যোক্তারা পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান, ব্যবহার ও বাজারে চাহিদা সম্পর্কে অবহিত করেন দর্শনার্থীদের। দর্শনার্থীরাও ইটের বিকল্প হিসেবে ইউনি ব্লক, সলিড ব্লক, পার্কিং টাইলস ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।
এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন বলেন, মূলত ইট ভাটায় নির্গত ধোয়া থেকে পরিবেশ দূষণরোধ ও কৃষি জমি রক্ষা করতে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইটের ব্যবহার কমানো প্রয়োজন। এই কারণে পিকেএসএফ এর সহায়তায় কোডেক-এসইপি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ইটের বিকল্প ব্লকের ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোক্তাতের বিনামূল্যে প্রশিক্ষণ, বুয়েট থেকে টেস্টিং ও সার্টিফিকেট প্রদান, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ, লার্নিং ভিজিট, মডেল স্থাপনা তৈরি, প্রকল্পের ওয়েবসাইট, ফেসবুক ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য বিক্রয়সহ বিভিন্ন সেবা প্রদান করছে। এ পর্যন্ত বাগেরহাটে কংক্রিটের ব্লক দিয়ে ৫টি বাড়ি, দুটি রাস্তা নির্মিত হয়েছে। বিশ জন উদ্যোক্তা তৈরি করা হয়েছে, যারা নিয়মিত ব্লক বিক্রি করছেন।