
চুলকাটি প্রতিনিধি : বাগেরহাটের চিত্রা গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে দিন কাটছে এখন ভয়ে ও আতংকে চিত্রা গ্রামের মানুষ। মৃত মোঃ নূর হোসেনের পুত্র মোঃ আকতার হোসেন বাগেরহাটের মহিষ খামারের কর্মরত আছেন। তার বাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটছে চোরচক্র এখনো ধরাছোঁয়ার বাইরে দিন কাটছে এখন ভয়ে ও আতংকে। একই গ্রামের সাহেব আলী নামে একজন পরের জমি ও পুকুর ইজারা নিয়ে ফসল ও মাছ চাষ করেন। পূর্ব শত্রুতার জেরে আকতার হোসেন রাজা হাঁস পালেন ওই পুকুরে পানির ভিতরে হাস চরানোকে কেন্দ্র করে গত ৫ মে জুম্মার দিন ২২টি রাজাহাঁসের মধ্যে বড় ৭টির ভিতর থেকে ২টি ডিম দেওয়া রাজা হাঁস নামাজের সময় লোকজন না থাকা চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগেও এই চক্র ৬-৮ মাসের ব্যবধানে আরোও ২টি হাঁস রাস্তা থেকে ধরে নিয়ে যায়। ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, তার পালিত রাজাহাঁস চুরি করার অনেক টাকার ক্ষতি সাধিত হয়েছে। দীর্ঘদিন ধরে এই চোরচক্র চুরির সাথে জড়িত থেকে বিভিন্ন সময় চুরি ও অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তিনি বলেন এই চোরচক্রকে চিহিৃত ও আটক করে প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তির দাবী করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত