চুলকাটি অফিস : বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (১৪ই এপ্রিল) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি নীহার রঞ্জন সাহা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, সম্মানিত অতিথি ছিলেন, দপ্তর ও গন্থাগার সম্পাদক এস,এম সামছুর রহমান, খাঁনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফকির ফহম উদ্দিন ও রাখালগাছি ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফরাজী।
সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে পি কে অলোক-কে পুনঃ সভাপতি ও শেখ আনিুছর রহমান-কে পুনঃ সাধারন সম্পাদক সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক বাদশা আলম, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাস। নির্বাহী সদস্য শিশির কুমার শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, ফটিক ব্যানাজী, মিজানুর রহমান মিঠু ও আরিফ ঢালী। সাধারন সদস্য শক্তি নারায়ন দাস, শেখর কুমার ব্যানাজী, সুমন কুমার পাল, জিএম মিজানুর রহমান ও সেকেন্দার আলী মোড়ল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত