
চুলকাটি অফিস : বাগেরহাটের দক্ষিণ বঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মিজানুর রহমান জিহাদী না ফেরার দেশে পাড়ি দিলেন। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন মিজানুর রহমান জিহাদী। তিনি ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সপ্তাহ খানেক আগে তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। গত বুধবার আনুমানিক রাত ৮টায় তিনি চুলকাটির ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সায়িত হলেন এই প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মিজানুর রহমান জিহাদী।