
ডেস্ক রিপোর্ট : বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি, নাগরিক ঐক্যের জেলা আহ্বায়ক দিদারুল আলম বাবুল (৭০) মারা গেছেন। শুক্রবার ভোরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাগেরহাট শহরের হরিনখানা এলাকার বাসিন্দা ভিপি বাবুল বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচিত সাবেক সেক্রেটারিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুম্মার নামাজের পর সরকারি পিসি কলেজ মাঠে মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে সদর উপজেলার কররী গ্রামে তাকে দাফন করা হয়েছে।

