
চুলকাটি অফিস : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ২, ৩ ও ৬নং ওয়ার্ডের যথাক্রমে ১০১ সদস্য বিশিষ্ট সৈয়দপুর স্কুল সেন্টার নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টার সময় মদিনা অটো রাইস মিল চত্বরে এক সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়। রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, সাংগঠনিক সম্পাদক দিপাংকর কুমার দাস, আমজাত বিশ্বাসের সঞ্চালনায় নির্বাচনী স্কুল সেন্টার উপদেষ্টা কমিটি কর্মকর্তারা হলেন বীর মুক্তিযুদ্ধো জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান (টুকু), মতিয়ার রহমান হাজরা, মজিদ হাজরা, আ: রাজ্জাক মোড়ল, মিজান বিশ্বাস, বিমল কুমার ঘোষ, আহবাহক কমিটি মোঃ রবিউল ইসলাম ফারাজী, যুগ্ম আহবাহক আমজাত বিশ্বাস, বিশ্বজিৎ ভদ্র, মোস্তফা শেখ,স্বপন কুমার পাল, শংকর কুমার ঘোষ, পলাশ কুমার ঘোষ, মনিরুল ইসলাম ফারাজী, এসময় আরও উপস্থিত ছিলেন জাকির শেখ প্রমূখ। উক্ত সভায় নির্বাচনী সেন্টার কমিটি বাস্তবায়নসহ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন ও নামের চূড়ানবত তালিকা প্রকাশ করা হয়।