
চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার সুনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে প্রবেশ করে স্বর্ণাংকারসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মালামাল নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২২ অক্টোবর আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে।
সুনগর গ্রামের এশারাত আলী মোড়লের পুত্র ভুক্তভুগি একরামুল কবির (৪৩), জানায়, আমার পরিবারের ও অন্যান্য লোকজন দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে না থাকায় ঘটনার দিন রাতে একটি সংঘবদ্ধ দল বাড়িতে প্রবেশ করে ইকরামুলের ছেলে শফিকুল ইসলামকে (২১), এলোপাথারিভাবে রামদা, লোহার রড, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধরক মারপিট ও হুমকি-ধামকিসহ নানান ভয়ভীতি প্রয়োগ করে আমার পুত্রকে জখম করে দুর্বত্তরা। আমার বাড়িতে একটি স্বর্নের চেইন, তিনজোড়া স্বর্ণের কানের দুল, যার ওজন ৪ ভরি, মূল্য অনুমান ৩ লাখ ৪০ হাজার, ২টি রাইসকুকার, মূল্য অনুমান ৬ হাজার, ২টি বিদেশি টর্চ লাইট, মূল্য অনুমান সাড়ে ৫ হাজার টাকা ও একটি কারিকুকার, মূল্য অনুমান ৩৬শ’ টাকাসহ মোট ৩ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শফিকুল ইসলামের পিতা ইকরামুল মোড়ল বাদী হয়ে ৪ জনের নামে বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আসামিরা হলেন, একই গ্রামের লিটন শেখ (৪০), একলাছ মোড়লের পুত্র, আলামিন মোড়ল (৩৭), লিটন শেখের পুত্র সিয়াম শেখ (২০)। এছাড়া অজ্ঞাতমানা ৪ জন। গুরুত্বর আহত অবস্থায় শফিকুল ইসলামকে (২১) চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে এসআই আসাদুজ্জামান (আসাদ) এর সাথে কথা হলে মুঠোফোনে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।