
চুলকাটি প্রতিনিধি : বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও অফিস সহকারি কাম-শিক্ষকের বিদায় সংবর্ধনা উপলক্ষে সোমবার সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাসের সভাপতিত্বে ও সুব্রত কুমার দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান মো: রবিউল ইসলাম ফারাজী। অত্র বিদ্যালয়ের ৩জন হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ, সিনিয়র শিক্ষক অশোক কুমার দেবনাথ ও অফিস সহকারী কাম শিক্ষক আব্দুর রহমান ফকির এই সময় তাদের মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ডাঃ শহিদুল্লাহ, প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার মোঃ মাসুম বিল্লাহ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, শরদিন্দু মুখার্জী, প্রদীপ কুমার, সুব্রত কুমার দেবনাথ, জগলুর মাহমুদ, শাহাবুদ্দিন সগীরসহ স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ বছর শিক্ষকতা করেছেন, তারা এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নীত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি দেবনাথ, সিনিয়র শিক্ষক অশোক কুমার দেবনাথ ও অফিস সহকারী কাম শিক্ষক আব্দুর রহমান ফকির। শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মানমনা স্মারক প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।