জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট জেলার চরবড়বাড়িয়া গাইনপাড়া গ্রামের ক্ষীতিশ চন্দ্র গাইন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার হয়েছে। র্যাব-৬ এর একটি টিম শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার পৃথক দুইটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ১৪ নভেম্বর প্রথম প্রহরে ঘাতকেরা তাকে এলোপাতাড়ি মারপিট ও ধাঁরালো অস্ত্রাঘাতে খুন করে। র্যাব জানায়, আসামি নূর মোহাম্মদ (৬০) কে গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন বানারজোর গ্রামের একটি বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আরেক আসামি মোঃ শফিনুর শেখ (৪০) কে কাশিয়ানি থানার কুশুমদিয়া গ্রামের একটি বাড়ী থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া গাইনপাড়া গ্রামর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। গত ১৩ নভেম্বর রাত ১১ টার দিকে নিহত ক্ষীতিশের সাথে জমি নিয়ে বিবাদমান পক্ষের সালিশ অনুষ্ঠিত হয় এবং বিরোধ মিমাংশা হয়ে যায়। কিন্তু রাত পৌনে একটার দিকে প্রতিপক্ষের লোকেরা ক্ষীতিশের বাড়ীতে অনধিকার প্রবেশ করে অশ্রাব্য বাক্য প্রয়োগ শুরু করে। উভয় পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আসামিরা ক্ষীতিশের ওপর হামলে পড়ে। শুরু করে বেধড়ক মারপিট। একপর্যায়ে হামলাকারীদের একজন ভিকটিমের গলায় ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।