
শরণখোলা আঞ্চলিক অফিস : বাগেরহাট-৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বাগেরহাটের ৪টি আসন পুনর্বহাল না হলে জেলার কোথাও নির্বাচন হতে দেওয়া হবে না। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫ ঘটিকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমবেত হন। এতে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনসাধারণও অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান আসন বিন্যাসকে অবিচার আখ্যা দিয়ে তা বাতিল করার জোর দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা সাইফি। এসময় বক্তারা বলেন, দাবি মানা না হলে বাগেরহাটে নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এছাড়া আগামী ৪৮ঘন্টা হরতাল কর্মসূচি পালনে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।