
বাগেরহাট অফিস : বাগেরহাটে গোটাপাড়া ইউনিয়নে বুধবার বিকাল ৪টায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু।
স্থানীয় গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের সভাপতি মো: আ: রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শমশের আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, সদর উপজেলা সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সম্পাদক মোল্লা আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মো: মুনসুর কাজী, আ: মজিদ, শেখ আবু হেনা, আ: রাজ্জাক মীর প্রমুখ। সভায় প্রত্যকটি ওয়ার্ড থেকে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।