জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে শিবু রায়(৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিবু রায়ের স্ত্রী ছবি রানী রায় বাদি হয়ে মাড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আহত শিবু রায় মোড়েলগঞ্জ উপজেলার কিসমত বৌলপুর এলাকার মৃত নিরঞ্জন রায়ের ছেলে। মামলা সূত্রে জানা যায়, মোড়েলগঞ্জ উপজেলার কিসমত বৌলপুর এলাকার কয়েকজন দুর্বৃত্ত এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। এতে শিবু রায় প্রতিবাদ করলেই দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা শিবু রায়কে মারধর করলে মামলা করা হয়। আসামীরা জামিন পেয়ে ৩ লক্ষ টাকা চাদা করে। শিবু রায় চাদা না দেওয়ায় দুর্বৃত্তরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ও হত্যার পরিকল্পনা করে। সেই সূত্র ধরেই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে কিসমত বৌলপুর এলাকার মোঃ টুকু মিয়া, মাসুম সরদার, সোহাগ শেখ , জান্নাতুল শেখ, ইব্রাহীম শেখ ওরফে ডিজে, নাজমুলসহ আরো ৩/৪ জন সন্ত্রাসী হত্যার উদ্দোশ্যে চাইনিজ কুড়াল , লোহার রড় ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে শিবু রায় রক্তাক্ত জখমসহ হাত পা ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহত শিবু রায়কে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলা ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রেফার্ড করা হয়েছে। মামলার বাদি ছবি রানী রায় বলেন, আমার স্বামী অতক্যন্ত নীরিহ প্রকৃতির। সে এলাকার একজন সক্রীয় আওয়ামী লীগের কর্মী। হামলাকারীরা অত্যন্ত ধুরন্তর ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় তারা এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আমার স্বামী এ ধরনের অপকর্মের প্রতিবাদের জন্যই আগে মার খেতে হয়েছে। এখন তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারিদের আটকের জন্য অভিযান চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত