
বাগেরহাট অফিস : গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামলীগের ১ ও ২ নংওয়ার্ড এর যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক তুখোর ছাত্রনেতা বাগেরহাট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম একথা বলেন। কালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি শেখ আতিয়ার রহমান এর সভাপতিত্বে ও সম্পাদক শেখ আনোয়ার হোসেন লিটন এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ষাটগুম্বজ ইউনিয়ন এর চেয়ারম্যান জননেতা শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরদার আবুল কালাম মিন্টু,সহ প্রচার সম্পাদক মো:মাহামুদ হাসান জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো:মনি মল্লিক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো: আবু জাফর,ডেমা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: জাহাঙ্গীর শেখ,সম্পাদক মল্লিক মেহেদী হাসান তপু প্রমুখ।সভায় বক্তারা আরো বলেন, কেউ রাজনীতির নামে আর মানুষ মারতে পারবে না। বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার সাথে জড়িত আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিচার করে নাই। আইন করে তাদের বিচার কার্যক্রম বন্ধ করেছেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন।
উক্ত সমন্বয় সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মিরা স্বত:পুর্ত ভাবে অংশ গ্রহন করেন।সভাশেষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও আগামী দ্বাদশ নির্বাচনে বাগেরহাট সদর ২ আসন থেকে শেখ সারহান নাসের তন্ময়কে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কালিয় ও হেদায়েতপুর বাজার ঘাটসহ জনবহুল এলাকা নেতৃবৃন্দ গনসংযোগ করেন।